তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয়ে তুলে এই ম্যাচে একাদশে জোড়া পরিবর্তন আনে বাংলাদেশ। এদিকে সিরিজ হারলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পূর্বাভাস দিচ্ছে জিম্বাবুয়ের ব্যাটররা।
দুর্দান্ত শুরুতে রানের চাকা সচল রাখেন দুই ওপেনার। ৯ম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। এসেই প্রথম তিন বলে দুটি ডট বল দেন আর একটি রান। চতুর্থ বলে সাকিবকে সুইপ করতে যান তাদিওয়ানাসে মারুমানি। তবে সামনে পায়ের বল লাগলে আবেদন করেন টাইগাররা আর তাতেই সাড়া দেন আম্পায়ার। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। মারুমানি ১৯ বলে ৮ রানে ফেরেন ড্রেসিংরুমে।
এরপর আরেক ওপেনার রেগিস চাকাবাহকে সঙ্গে দিতে আসেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এই দুইয়ে মিলে বেশ ভালোই খেলছিলেন। ব্যাটের আসছিল রান। আর স্কোর এগোচ্ছিল বেশ। তবে ১৮তম ওভারে এসে পা হড়লাকেন টেইলর। ২০০তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদের বলে মিড অফে বল হাওয়ায় তুলে দেন টেইলর। আর সেখান থেকে বেশ সহজেই বল তালুবন্দি করেন তামিম ইকবাল। আর তাতেই ৩৯ বলে ২৮ রান করে ফেরেন টেইলর।
টেইলরের ফেরায় ৭৮ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এক প্রান্তে উইকেটে আসা যাওয়ার দৌড় থাকলেও অপর প্রান্তে ঠিকই আকড়ে রাখেন রাগিস চাকাবাহ। দৃঢ় ব্যাটিংয়ে তুলে নেন চলতি সিরিজে নিজের দ্বিতীয় অর্ধশতক। সেই সঙ্গে দলের শতকও পূর্ণ হয়। ২৩ ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ রিয়াদের বলে কভার দিয়ে ড্রাইভ করে সিঙ্গেল নেন আর তাতেই চাকাবাহ ৬২ বলে পূর্ণ করেন নিজের অর্ধশতক।
এদিকে চাকাবাহের সাথে দারুণ এক জুটি গড়ে তোলেন নতুন ব্যাটার ডিয়ন মায়ার্স। ৭৮ রানে টাইলরের বিদায়ের পর দলীয় ১৪৯ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩০ তম ওভারে মাহমুদুল্লাহ'র বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মায়ার্স। ব্যক্তিগত ৩৪ রান করে ফিরেন তিনি। এক ওভার পরেই নিজের প্রথম উইকেট পান সিরিজে প্রথম ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান। ৩১ তম ওভারে ফিজের স্লো ডেলিভারিকে পুল করতে গিয়ে ব্যক্তিগত ৩ রানে সাকিবের হাতে ক্যাচ দেন ওয়েসলি মাধেভেরে।
এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান। উইকেট আছেন, চাকাবাহ ৮৪ এবং সিকান্দার রাজা ৩।
পাঠকের মন্তব্য: