ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, তদারকি অভিযান

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০২:১২ এএম
পঞ্চগড়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের তদারকি অভিযানে ঔষুধ, হোটেল, সারকীটনাশক ব্যবসায়ী ও মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন জেলার ব্যারিস্টার বাজার ও ঔষধের দোকানগুলোতে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জেলা বাজার অনুসন্ধানকারী আব্দুল গফুর ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পঞ্চগড় সুত্রে জানা যায় জেলা প্রশাসনের নির্দেশে শনিবার দুপুরে জেলার ব্যারিস্টার বাজার এবং ঔষুধের দোকানগুলো অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় তিনটি ঔষুধের দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ এবং ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এরমধ্যে জাহাঙ্গির মেডিক্যাল স্টোর এবং মিল্লাত ফার্মেসি ওই আইনের ৪৩ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। ওই বাজারের সার কীটনাশকের দোকান নাদেম এন্টার প্রাইজ কে মুল্য তালিকা না থাকায় একই আইনের ৩৮ ধারায় এক হাজার টাকা, সুবর্না হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারনে ৪৩ ধারায় এক হাজার টাকা এবং দুলি স্টোরে পন্যের মুল্য তালিকা, মেয়াদউত্তির্ন পন্য এবং বিদেশী কসমেটিক পন্যের গায়ে আমদানিকারকের সিল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৮,৪৩ এবং ৫১ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযানে ব্যবসায়ীদের এসব অপরাধ না করার জন্য সতর্ক করা হয়। সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান ভোক্তা অধিকার সংরক্ষনের স্বার্থে পঞ্চগড়ে তদারকি অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: