মানিকগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বহিষ্কার

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৩ পিএম
সংগঠন বিরোধী কার্যকলাপ ও অসৌজন্যমূলক আচরণের দায়ে মানিকগঞ্জের ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক’কে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাত ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। লিখিত দলীয় প্যাডে বলা হয়, ‘সংগঠন বিরোধী কার্যকলাপ এবং সিনিয়র নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হল।’ সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, দলীয় সিদ্বান্তেই আব্দুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাকে আগামী ৯০ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়েছে। অন্যথায় স্থায়ী বহিস্কার করা হবে। এ বিষয়ে সদ্য বহিষ্কৃত ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হক বলেন, উপজেলার প্রভাবশালী এক নেতার ভাতিজা আমাদের এলাকায় মাটির ব্যবসা করে। মাটির ট্রাক চলে রাস্তা-ঘাট নষ্ট করে ফেলছে। এই বিষয়ে সেই সিনিয়র নেতাকে বললে তিনি আক্রোশ থেকে আমাকে সাময়িক বহিষ্কার করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: