ইউক্রেনে ২৪০ শিশু নিহত

প্রকাশিত: ২৬ মে ২০২২, ০৩:২২ পিএম

দীর্ঘ সময় থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের তীব্র হামলায় পূর্ব ইউরোপের এই দেশটি অনেকটাই বিপর্যস্ত। পরাশক্তি রাশিয়াকে মোকাবিলায় পশ্চিমা দেশগুলো অস্ত্র ও নিষেধাজ্ঞা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ালেও রুশ অভিযান তাতে বন্ধ হয়নি।  রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৪০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আর ৪৩৬ জন।

আজ বৃহস্পতিবার (২৬ মে)  এ তথ্য দিয়েছে ইউক্রেনের মানবাধিকার দপ্তর। মানবাধিকার দপ্তরের প্রধান ওমবাদসমান লিডমিলা ডেনিসোভা বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া এই তথ্য আরও যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত সংখ্যা আরও বাড়ার শঙ্কাও করছেন অনেকে। এছাড়াও দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে ৮০ লাখের বেশি মানুষ। যা যুদ্ধ পূর্ববর্তী ইউক্রেনের জনসংখ্যার পাঁচ ভাগের একভাগের সমান। আগেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ভবিষ্যত বাণী করেছিল যে, রাশিয়ার ইউক্রেন অভিযানের ঘটনায় ৮৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: