নববধূকে নিয়ে কক্সবাজার যাওয়া হলো না রাজিবের
সদ্য বিবাহিত নববধূকে নিয়ে ঘুরতে যাওয়া হলো না রাজিবের। বিয়ে করেছেন কিছু দিন আগে। স্ত্রীকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার প্রাণ। শনিবার (২৩ জুলাই) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত রাজিব চন্দ্র দাস (২৫) মারা গেছেন।
এর আগে শুক্রবার দুপুরে ফেনী থেকে কোম্পানীগঞ্জ আসার পথে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। রাজিব চন্দ্র দাস কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ললিত মোহন দাসের বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।
এ বিষয়ে রাজিবের বড় ভাই সুমন চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি বিডি২৪লাইভকে জানান, ছোট ভাই বিয়ে করেছে কিন্তু বউকে নিয়ে ঘুরতে যায়নি কোথাও। গতকাল বউকে বলেছে, আমি ফেনী থেকে এসে তোমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। কিন্তু আসার পথেই পিকআপ ভাইয়ের সিএনজিকে ধাক্কা দেয়।
এ বিষয়ে সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মিকন বিডি২৪লাইভকে জানান, রাজিব তার স্ত্রীর কিছু কাগজপত্র ফেনী থেকে নিয়ে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই রাজিবের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নববধূ স্মৃতি রানী দাস বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: