ডায়রিয়ার চিকিৎসা নিতে এসে ৩ আঙুল হারালো শিশু
তাসিম মোল্লা নামে এক বছর বয়সী শিশু পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিতে এসে তিনটি আঙুল হারায়। সঠিকভাবে ইনজেকশন পুশ না করায় এবং চিকিৎসা অবহেলায় তার তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর বাবা জাহিদুল ইসলাম জাহিদের। এ ঘটনায় সিভিল সার্জনসহ তিনি বিভিন্ন মহলে অভিযোগপত্র দিয়েছেন।
পাবনা প্রেসক্লাবে পাঠানো জাহিদুল ইসলামের লিখিত অভিযোগপত্র থেকে জানা গেছে, তাসিম ডায়রিয়ায় আক্রান্ত হলে গত ১০ জুন পাবনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করান বাবা। ১২ জুন সকালে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী কর্তব্যরত নার্স তাকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশনটি রক্তনালীতে প্রয়োগ না করে নার্স মাংসপেশিতে প্রয়োগ করেন। ইনজেকশন পুশ করার পর থেকেই শিশুটির ডান হাত ফুলতে থাকে এবং যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর ইনজেকশন পুশ করার স্থান বেগুনি বর্ণ ধারণ করে। কর্তব্যরত চিকিৎসককে দেখালে তিনি ক্ষত স্থানে বরফ দিতে বলেন এবং নাপা সিরাপ খাওয়াতে বলেন।
১৩ জুন আবারও কর্তব্যরত চিকিৎসককে দেখালে প্রেসক্রিপশনে একটি মলম লিখে দেন। ১৪ জুন তাকে শিশু ওয়ার্ডে রেফার্ড করে দেন চিকিৎসক। ১৮ জুন তার শরীরে রক্ত দিতে বলেন। রক্ত দিয়ে ওই দিন রাত ১২টার দিকে শিশুসহ হাসপাতাল ত্যাগ করেন স্বজনরা।
২১ জুন হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসককে দেখালে সংশ্লিষ্ট চিকিৎসক আবারও রক্ত দিতে বলেন। এ সময় কেউ ঠিকমতো গুরুত্ব দেইনি বলে অভিযোগ করেন শিশুটির বাবা। এরপর তাকে শহরের ইউরো মেডিক্যাল কনসালটেশন সেন্টারে চিকিৎসক জাহেদী হাসান রুমীকে দেখান। সেই চিকিৎসক শিশুটিকে ঢাকার শিশু হাসপাতালে দেখানোর পরামর্শ দেন।
সেই পরামর্শে ঢাকার শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শেরে বাংলা নগরের পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ৬ জুলাই শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসককে দেখানো হয়। সেখানকার চিকিৎসকরা সার্জারির মাধ্যমে ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলতে বলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, অনেক দেরি হওয়ার কারণে আঙুল কাটা ছাড়া আর কোনও উপায় নেই।
জাহিদুল ইসলাম জানান, চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তিনি পাবনায় চলে আসেন। এরপর গত ২৯ জুলাই পাবনার একটি বেসরকারি হাসাপাতালে অপারেশনের মাধ্যমে তাসিমের তিনটি আঙুল কেটে ফেলা হয়। আঙুল কেটে ফেলার পর থেকে স্বাভাবিক আচরণ করছে সে।
তাসিমের মা বলেন, ‘ডায়রিয়ার চিকিৎসা করাতে এসে আমার সন্তানের এক হাত হারিয়ে গেলো। আমি বিচার চাই।’ অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক জাহেদী হাসান রুমী বলেন, ‘একদিন ওই শিশুকে নিয়ে তার বাবা আমার চেম্বারে এসেছিলেন। ততদিনে হাতে পচন ধরেছিল। আমি দেখেই বলেছিলাম আঙুল কেটে ফেলা ছাড়া উপায় নেই। তখন শিশু বাচ্চা দেখে তারা ভয় পেয়েছিল। তখন তাকে ঢাকার শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিই।’
হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক ওমর ফারুক মীর বলেন, ‘ওই শিশুর বাবা আমার কাছে লিখিত বা মৌখিক কোনও অভিযোগ দেননি। বিভিন্ন মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। জানার পর বৃহস্পতিবার (৪ আগস্ট) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তাদের প্রতিবেদন পেলে জানা যাবে প্রকৃত ঘটনা আসলে কী ঘটেছিল।’
এ বিষয়ে পাবনার সিভিল সার্জন চিকিৎসক মনিসর চৌধুরী বলেন, ‘জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে কোনও চিকিৎসক বা নার্সের অবহেলা জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: