জয়পুরহাটে ১০৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০১:৫৩ পিএম

মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে সদর ও আক্কেলপুর উপজেলা থেকে এক হাজার ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন ফারুক হোসেন (৩৮)। সে আক্কেলপুর উপজেলার মনইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও পারভেজ মোশারফ (২২)।

সে আক্কেলপুর উপজেলার ঢেকুঞ্চা গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে। গোপন সংবাদে খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে আক্কেলপুর উপজেলার বেগুণবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ মোশারফকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ও পারভেজ র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। আসামীর বিরুদ্ধে আক্কেলপুর ও সদর থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়েছে বলে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: