বগুড়ায় বস্তাবন্দি অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
![](https://www.bd24live.com/bangla/wp-content/uploads/2022/10/bogura-2.jpg)
বগুড়ার দুপচাঁচিয়া পুকুর থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের পরিচয় মিলিছে। ওই ব্যক্তির প্যান্টের পকেটে থাকা ভিজিটিং কাডের সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায়। নিহত ওই ব্যক্তির নাম সবুজ খন্দকার (৬০)। তিনি নারায়ণগঞ্জ জেলার দেওয়ানবাগ খন্দকারবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন প্রাইভেট কার চালক।
বিষয়গুলো নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা গিয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল পৌণে ৮ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের গলায় ও ডান কানের ওপরে আঘাতের চিহ্ন আছে। স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর আদম রানা জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি বস্তায় লাশ সাদৃশ্য কিছু দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা বস্তায় লাশের বিষয়টি নিশ্চিত হলে পুলিশকে খবর দেই। তিনি আমাদের স্থানীয় কেউ নন। আমরা উনাকে চিনিনা।
দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, আমাদের ধারণা দুর্বত্তরা ওই ব্যক্তিকে তিন থেকে চার দিন আগে হত্যার পর লাশ পুকুরে ফেলে রেখে যায়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিতে আমরা কাজ করছি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
![GO TOP GO TOP](https://www.bd24live.com/bangla/wp-content/themes/rlnews79/images/go-top.png)
পাঠকের মন্তব্য: