বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা আর্জেন্টিনার

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৬:২০ পিএম

কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি সমর্থন দেখিয়েছে বাংলাদেশের কোটি মানুষ। সেই সমর্থন চোখে পড়েছে দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে খেলোয়ারদেরও। বিভিন্ন সময় বিভিন্ন টুইটে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন মাধ্যম।

আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় কূটনৈতিক মিশন চালুর পরিকল্পনা নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এই ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো টুইট করে জানান, আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনা নিয়েছে, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে।

তিনি বলেন, চলতি বছর আগস্টে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার চুক্তির পক্ষের ১০ম পর্যালোচনা সম্মেলনে আমার সহকর্মী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি বৈঠক করেছি। টুইটারে ড. মোমেনের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর উল্লাসরত বাংলাদেশি সমর্থকদের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা বিশ্ববাসীর নজর কাড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়।

পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, 'আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!' এর পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার সাধারণ নাগরিকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: