মায়ের জন্য দোয়া চাইলেন তিশা

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা অসুস্থ। তার মায়ের হার্টে বাইপাস সার্জারি করা হচ্ছে। অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিশা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে অসুস্থ মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছেন তিশা। পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি।
তিশা লিখেছেন, আজকে আম্মুর হার্টে বাইপাস সার্জারি হচ্ছে! সবাই দোয়া করবেন, প্লিজ! তিশার সেই পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। এছাড়াও প্রায় সাড়ে তিন হাজার নেটিজেন সেখানে মন্তব্য করেছেন। যাদের অধিকাংশই অভিনেত্রীর মায়ের জন্য প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। ১৯৯৭ সালে অনন্ত হীরার সাতপেড়ে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং ব্যস্ত হয়ে পড়েন তিনি। এরপর ২০১০ সালে ভালোবেসে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: