ডুবে গেল ২০২২ সালের শেষ সূর্য

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ০৭:২১ পিএম

চিরদিনের জন্য ডুবে গেল ২০২২ সালের শেষ সূর্য। এটাই পৃথিবীর নিয়ম। কোনো একদিন শেষে চলে যেতেই হবে। থাকবে শুধুই স্মৃতি। আর সেই স্মৃতি রেখেই বিদায় নিল ২০২২ সাল। ভোরের আলোর ফুটার সঙ্গে সঙ্গে নতুন স্বপন, নতুন আশা নিয়ে জন্ম নিবে নতুন দিন। ধুয়ে-মুছে যাবে সব গ্লানি, দুঃখ আর কষ্ট। এই প্রত্যাশাতেই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে সারাবিশ্বের মানুষ।

আজ মধ্যরাতে দেশজুড়ে শুরু হবে বর্ষবরণের আয়োজন। তবে বেশকিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। খ্রিস্টীয় নতুন বছর ২০২৩ উদযাপন ঘিরে ৩১ ডিসেম্বর (থার্টিফার্স্ট) রাতে ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও যানবাহন-শৃঙ্খলা নিশ্চিতকরণে যানবাহন চলাচলে কিছু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

এ ছাড়া থার্টিফার্স্ট নাইট বাসায় কিংবা বাড়ির ছাদে কোথাও জনসমাগম করে উদযাপন করা যাবে না বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে লোকসমাগম ও কোনো পার্টি করা যাবে না।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সব বার বন্ধ থাকবে। তবে সীমিত আকারে হোটেলগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করা যাবে। কিন্তু ডিজে পার্টি করা যাবে না।

বিদায়ি বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট-অস্থিরতা যেমন ছিল, জাতিগত বেশকিছু অর্জনও ছিল এই বছর। পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো বড় অবকাঠামো উদ্বোধন করা হয়েছে এবং জনসাধারণের চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে। করোনায় মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে আসে। ক্রীড়াক্ষেত্রে মেয়েদের সাফ ফুটবল জয় দেশের জন্য সুনাম বয়ে আনে। পাশাপাশি মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, ঋণখেলাপি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়েছে জনসাধারণকে।

বলার অপেক্ষা রাখে না, বিদায়ি বছরটিতে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে—অভিযোগ তুলে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি দেশটিকে আক্রমণ শুরু করে। বিশ্ব অর্থনীতি করোনায় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই এ যুদ্ধ শুরু হয়। ফলে অনুন্নত ও উন্নয়ন দেশগুলোতে খাদ্যমূল্য বেড়ে যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: