শ্রীলেখার বাংলাদেশি বান্ধবী, বললেন- ও মুসলিম, আমি হিন্দু

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৫০ এএম

বন্ধুত্ব মানে না ধর্ম বর্ণ, বন্ধুত্ব মানে না কোনো সীমারেখা। কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও বাংলাদেশি অভিনেত্রী মুক্তি যেনো তেমন নজিরই দেখালেন।  সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন অভিনেত্রী শ্রীলেখা। বাংলাদেশে এসে বান্ধবীর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন।

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা ও বাংলাদেশি অভিনেত্রী মুক্তি পুরনো বন্ধু। কলকাতা ফিরে মিস করছেন মুক্তিকে। শ্রীলেখা তার ফেসবুকে দুজনে ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন: ‘দুই বন্ধু মাঝে কাঁটাতারের বেড়া’

নিজেদের বন্ধুত্বের ব্যাখ্যা দিয়ে শ্রীলেখা বলেন, ‘আমরা বন্ধু। আজকের না, ২০ বছরেরও বেশি। ও মুসলিম, আমি হিন্দু। ওর দেশ বাংলাদেশ, আমার ভারত, তাতে ওর বা কী, আমারই বা কী? আমরা বন্ধু। আমরা পারলে তোমরা কেন পারবে না? বন্ধু হও, ভালো থাকো।’

ঢাকায় এসে প্রচুর খেয়েছেন তা শ্রীলেখার ভাষ্য শুনেই অনুমান করা যায়। মজা করে শ্রীলেখা ফেসবুকে জানান, ঢাকায় থাকাকালীন তার ওজন তিন কেজি বেড়েছে। আর এই ওজন বাড়ার পেছনে মুক্তি দায়ী।

রুমানা ইসলাম মুক্তি ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিত হন। ১৯৯৩ সালে ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন মুক্তি। মুক্তি জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: