বিয়ে করে বার বার ঠকলেও আপস করেননি শ্বেতা
ভারতের জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’-র কল্যাণেই অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে চেনেন দর্শক। তবে আরও একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন শ্বেতা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও তাকে শিরোনামে তুলে এনেছে বারবার।
শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন বরাবর বর্ণময়, বিতর্কিত। বিয়ে, প্রেম, সংসার, সন্তান এবং পরকীয়া— পর্দার বাইরে তিনি বিপুল সমালোচিত। তবু নিজের কেরিয়ার, অভিনয় থেকে কখনও তার নজর সরেনি। যে কারণে মুম্বাইয়ের অন্যতম সফল এবং স্বাবলম্বী নায়িকাদের তালিকায় এখনও প্রথম সারিতে থাকে শ্বেতার নাম।
১৯৮০ সালের ৪ অক্টোবর উত্তরপ্রদেশের প্রতাপগড়ে জন্ম শ্বেতার। শ্বেতা ছোটবেলাতেই তার পরিবারের সঙ্গে মুম্বাই চলে আসে। ছোট থেকেই অভিনয় শুরু করেছিলেন শ্বেতা। ১৯৯৮ সালে রাজা চৌধুরীর সঙ্গে শ্বেতার বিয়ে হয়। তাদের কন্যা পলকের জন্ম হয় ২০০০ সালে। তার পরের বছরেই শ্বেতার কেরিয়ার নতুন মোড় নেয়। মোড় ঘুরে যায় শ্বেতার বিবাহিত জীবনেও। দেখা দেয় অশান্তি।
একাধিক সাক্ষাৎকারে রাজা জানিয়েছেন, শ্বেতার ব্যস্ততার কারণে তাকেই সন্তানের খেয়াল রাখতে হত। সারা দিন ছোট্ট পলককে মানুষ করতে করতেই সময় কেটে যেত তার। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়।
‘কসৌটি জিন্দেগি কি’-তে শ্বেতার বিপরীতে নায়ক ছিলেন সেজান খান। পর্দার বাইরেও তার সঙ্গে শ্বেতার ঘনিষ্ঠতা এবং গোপন সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। পরে ২০০৭ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন শ্বেতা। দীর্ঘ দিন সেই মামলা চলে। এর মধ্যে শ্বেতার বাড়িতে তার এক সহ-অভিনেতার সঙ্গে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন রাজা। তাকে গ্রেফতারও করেছিল পুলিশ।
২০০৮ সালে নতুন একটি ধারাবাহিকে অভিনয় করেন শ্বেতা। ‘জানে কেয়া বাত হুয়ি’- নামে সেই ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন অভিনেতা অভিনব কোহলি। সেখানেই নতুন আরেকটি সম্পর্কের জন্ম হয়। শ্বেতা-অভিনব প্রায় ৩ বছর চুটিয়ে প্রেম করেন। লিভ ইন সম্পর্কেও ছিলেন তারা। ২০১৩ সালে তাদের বিয়ে হয়। ২০১৬ সালে জন্ম নেয় শ্বেতা-অভিনবের সন্তান রেয়াংশ। কিন্তু শ্বেতার দ্বিতীয় বিয়েও টেকেনি। ২০১৯ সালে দ্বিতীয় স্বামীর বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেন শ্বেতা।
সংসারে ভাঙন, সম্পর্কে টানাপড়েনের মাঝেও কন্যা পলকের প্রতি মা হিসাবে নিজের কর্তব্যে অবিচল ছিলেন শ্বেতা। পলককেও অভিনয়ের দুনিয়ায় নিয়ে এসেছেন তিনি। আরবাজ খানের সঙ্গে ‘রোজি’ ছবিতে দেখা গিয়েছে পলককে। আগামী দিনে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও তাকে কাজ করতে দেখা যাবে।
শ্বেতা বলছেন, সমাজ কী বলবে, তা ভেবে তিনি কোনও অন্যায় সহ্য করবেন না। যা অন্যায়, তার বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবেন। তিনি আত্মনির্ভরশীল, তাই দুই সন্তানের দায়িত্ব একাই সামলাতে সক্ষম। সুত্র: আনন্দবাজার।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: