থানায় সাধারণ ডায়েরী করলেন নবাবগঞ্জের ইউএনও

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১১:৩৭ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানসহ পরিবার এবং চাকুরী জীবন ক্ষতিগ্রস্ত করার আশংঙ্কায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সোমবার (৬ মার্চ) ইউএনও’র কর্মস্থল ঢাকার নবাবগঞ্জ থানায় তিনি সাধারণ ডায়েরী করেন বলে উল্লেখ করেন। জিডি নং ২৬৮।

জিডিতে ইউএনও উল্লেখ করেন, নবাবগঞ্জের হযরতপুর মৌজার অর্পিত সম্পত্তি ব্রজ নিকেতন দখল মুক্ত করার পর সেখানে পালিত মালিক বিহীন হরিণগুলো যথাযথ প্রক্রিয়ায় বণ বিভাগে হস্তান্তর করি। তার আগে জানতে পারি জনৈক খন্দকার আবুল হোসেন কর্তৃক প্রাপ্ত হরিণ পালনের লাইসেন্স বিগত ২২/০১/২০২৩ তারিখে স্থগিত করা হয়। তিনি লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের পূণর্বিবেচনা চেয়ে সচিব, পরিবশে, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয় বরাবর আপীল আবেদন দায়ের করেন।

গতকাল ০৫/০৩/২০২৩ তারিখ বিকাল ৩টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে আপিল শুনানীতে আমি সরকার পক্ষে উপস্থিত ছিলাম। শুনানীর এক পর্যায়ে খন্দকার আবুল হোসেন ব্যক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করেন। আমি কিভাবে নবাবগঞ্জে চাকরি করি সেটা দেখে নেবেন এবং ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে প্রকাশ করেন। এসময় ঐ মন্ত্রনালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তীসহ বন বিভাগের শুনানী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জানতে পারি খন্দকার আবুল হোসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সহোদর। বিএনপি নেতা তার দুই একাধিক ফৌজদারী মামলার আসামী। তারা আমার পরিবার, ব্যক্তিগতভাবে এবং চাকুরী জীবনে ক্ষত্রিগস্ত করার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: