কান্নাকাটি, হাতে-পায়ে ধরে সিনেমা দেখার অনুরোধ পরিচালকের

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৮টি সিনেমা। যেগুলোর মধ্যে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরীর সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। তবে সিনেমাটি মুক্তির আগে তেমন কোনো আলোচনা ফেলতে পারেনি। যার কারণে মাত্র ৯ টি হলে মুক্তি পেয়েছে এই সিনেমা।

প্রেক্ষাগৃহ সংকটের কারণে দর্শকদের কাছেও যেতে পারেনি সিনেমাটি। ছবিটি সব মিলিয়ে ১ কোটি ৬২ লাখ টাকা খরচ হয়েছে বলে এর নির্মাতা আলি লেবু জানিয়েছেন। ছবির ভবিষ্যত অন্ধকার দেখে দর্শকদের হাতেপায়ে ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ দেখার অনুরোধ জানিয়েছেন। এই অনুরধ জানাতে গিয়েও হাউমাউ করে কান্নাকাটি করলেন সোলায়মান আলি লেবু। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে বলেন, ‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরও ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তাহলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধটা দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি, আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।’

তবে দ্বিতীয় সপ্তাহ থেকে হল সংখ্যা বারছে জানিয়ে সোলায়মান আলি লেবু বলেন, আমার সিনেমার গল্পের ওপর বিশ্বাস আছে। দর্শককে টেনে নিয়ে যাবে হলে। দ্বিতীয় সপ্তাহে এখন পর্যন্ত ৩০ টার বেশি হল বুকিং করেছি। আশা করি শাকিবের পর আমার সিনেমাই মানুষ বেশি দেখবে। আরো হল বাড়বে।

‘প্রেম প্রীতির বন্ধন’র মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: