আজ মুভি বাজারে আসছেন জয় চৌধুরী

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

এশিয়ান টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান মুভিবাজারে আজকের অতিথি হিসেবে থাকছেন তরুণ অভিনেতা ও চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি আজ কথা কলবেন চলচ্চিত্রে নতুনদের অনুকূল ও প্রতিকূল বিষয়ে।

এম.ডি মনিরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শান্তা জাহান। এ প্রসঙ্গে চিত্রনায়ক ও অভিনেতা জয় চৌধুরী বলেন, আজ রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এখানে আমি নতুনরা ইন্ডাস্ট্রিতে আসলে কি কি প্রবলেমের মুখামুখি হতে হয়, কিভাবে সম্ভব এগুলি ওভারকাম করা, ইন্ডাষ্ট্রির সবাই কিভাবে সাপোর্ট করে, ইত্যাদি। এসব বিষয় নিয়ে কথা বলেছি। নতুন যারা ইন্ডাষ্ট্রিতে আসছেন আশা করছি তাদের জন্য অনুষ্ঠানটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গেল মাসের ১৫ তারিখে তার অভিনীত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’ মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটিতে ভালো অভিনয়ের জন্য সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন জয় চৌধুরী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: