কুমিরা আবাসিক স্কুল এণ্ড কলেজ সেরাদের সেরা
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার শীর্ষ স্থান দখল করল কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রকাশিত ফলাফলে কলেজের সাফল্যের এ চিত্র উঠে আসে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সীতাকুণ্ডে ৬টি কলেজের মধ্যে ফলাফলে এবার সেরা হয়েছে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ।
এ কলেজে এবার পাসের হার ৮১ দশমিক ৩২ শতাংশ। কলেজটির ৯১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪ জন। এ কলেজ হতে ৯১জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৪ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৮১.৩২। সীতাকুণ্ডে ডিগ্রি কলেজ হতে ১১২০ জন অংশ নিয়ে ৭৫৭ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৬৭.৫৯, ২ জন জিপিএ-৫ পেয়েছে।
সীতাকুণ্ড মহিলা কলেজ হতে ৩৮০ জন অংশ গ্রহণ করে ২২৯ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৬৭.৩৫। লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ হতে ২৬৭ জন অংশগ্রহণ করে ১৪৫ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৫৪.৩১, ২ জন জিপিএ-৫ পেয়েছে। বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ হতে ৭০৪ জন অংশ গ্রহণ করে ৩৬১ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৫১.২৮, জিপিএ-৫ পেয়েছে ২জন। সার্বিক ফলে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ অনেক এগিয়ে রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৬২.৭৩।
এ ব্যাপারে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করায় আমরা খুশি। সেরা স্থান অজন্য প্রসঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষকরা খুব তৎপর ছিলেন। একইভাবে অভিভাবকরাও তাদের মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে যত্নবান ছিলেন। শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করেছে বলেই ভালো ফল করতে পেরেছে।
বিগত বারোবছর ধরে কলেজটি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। এখনও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। যে কারণে আমরা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা পাচ্ছিনা। সকল শিক্ষকের কঠোর পরিশ্রম, আন্তরিকতা এবং সার্বিক তত্ত্বাবধান ও নিয়মশৃংখলা বজায় রেখে ছাত্রীদের পাঠক্রমিক কার্যক্রম পরিচালিত হওয়ায় ধারাবাহিকভাবে ভালো ফল অর্জন করছে বলে জানান অধ্যক্ষ নাসির উদ্দিন।
বিডি২৪লাইভ/এমআরএম
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: